বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৫০ টি পরিবার

বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৫০ টি পরিবার

সার্বভৌম সমাচার : উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পুরাতন হেলেঞ্চাতে বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল  ৫০ টি পরিবার।

লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপি তৃণমূলের থেকে বেশী ভোট পেয়েছিল। এলাকার মানুষ বলেন বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হতে হেলেঞ্চ গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের অনুপ্রেরণায় তাঁরা তৃণমূলে যোগদান করেন। কার্যত আজ থেকে এই এলাকা বিরোধীশূন্য হলো।

বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৫০ টি পরিবার

তৃণমূলে যোগদান করা প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোর হালদার, হেলেঞ্চা অঞ্চল তৃণমূল সভাপতি অনিমেষ বাইন, অঞ্চল যুব তৃণমূল সভাপতি সনোজ বিশ্বাস, পঞ্চায়েত সদস্য সাথী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।

হেলেঞ্চা অঞ্চল সিপিএম নেতা মহোন বিশ্বাস, জিতেন পাড়োই -এর নেতৃত্বে কয়েকটি সিপিএম সমর্থিত পাড়োই পরিবার এবং গনেশ দাশ, দিলীপ বিশ্বাস, নিত্যানন্দ বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৩৫ টি বিজেপি সমর্থিত পরিবার।


অন্য দলের থেকে তৃণমূল পরিবারে যোগদান করা সবাইকে স্বাগত জানান বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়।

হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বলেন, বিজেপি দলিত বিরোধী দল। ওরা বাংলা এবং বাঙালী বিরোধী। মতুয়াদের জল মাটি রাম জন্মভূমি শিলান্যাস অনুষ্ঠানে বর্জন করেছে আর এস এস। রাজ্যের প্রতিটা মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের সুফল পাচ্ছেন। বিজেপি প্রতিদিন জিনিসের দাম বাড়িয়ে চলেছে। তাই সাম্প্রদায়িক দল বিজেপি ছেড়ে জননেত্রী মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে মানুষ সব দল ছেড়ে তৃণমূলে যোগদান করে চলেছেন।

এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১০০ জনের হাতে শাড়ি, মাস্ক, সাধারণ মানুষের হাতে এক হাজার চারা গাছ তুলে দেন তৃণমূল নেতৃত্ব।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দীলিপ বিশ্বাস বলেন, হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধানের ব্যবহার, পঞ্চায়েত এলাকার উন্নয়ন এবং বিজেপির কুৎসার রাজনীতির বিরুদ্ধে তাঁদের তৃণমূলে যোগদান।

আরও দেখুন--



Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #Corona #Covid-19 #Kolkata

Post a Comment

Previous Post Next Post