অম্লিতা দাস : পুজোর আগেই শুরু হবে মেট্রো।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন সামাজিক দূরত্ব মেনে চললে মেট্রো পরিষেবা চলতেই পারে।৭ই সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরু হবে আবার।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করা হয়েছে।উল্লেখিত,আনলক ৪ পর্ব শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।সিনেমা হল,স্কুল এই পর্বেও বন্ধই থাকবে। করোনা বিধি মেনে চলবে মেট্রো পরিষেবা।রাজ্য মেট্রো পরিষেবার অনুরোধ আগেই জানিয়েছিলেন।
আরও পড়ুন--
কেন্দ্রীয় সরকার সেই দাবিতে সহমত জানান।৭ই সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে মেট্রো পরিষেবা।স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যাত্রীদের জন্য নির্দেশিকাও জারি করা হবে পরে।মেট্রো পরিষেবা চালু হওয়ার মত পেলেও ট্রেন শুরুর ব্যাপারে এখনও তেমন মত দেখা যায়নি গাইডলাইনে।
করোনার কারণে এই বছরের মার্চ মাস থেকেই বন্ধ ছিল মেট্রো পরিষেবা যা শুরু হতে চলেছে পরের মাসে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #Kolkata Metro #Lockdown