হোয়াটসঅ্যাপ-বিজেপি জোটের প্রকাশ : আবারও মোদী সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

হোয়াটসঅ্যাপ-বিজেপি জোটের প্রকাশ : আবারও মোদী সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

সার্বভৌম সমাচার : কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার মোদী সরকারের উপরে আরেকটি আক্রমণ করেন। ফেসবুকে বিজেপির লিঙ্কে এবং টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদন উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আক্রমণাত্মক বক্তব্য করেন।

একটি টুইট বার্তায় রাহুল গান্ধী বলেছেন, আমেরিকার টাইম ম্যাগাজিন হোয়াটসঅ্যাপ-বিজেপি জোটকে প্রকাশ্যে এনেছে। ৪০ কোটি ভারতীয় ব্যবহার করছে; তার জন্য হোয়াটসঅ্যাপ অর্থ প্রদানের মাধ্যমে ব্যবহার করতে চায়। আর সে কারনেই মোদী সরকারের অনুমোদনের প্রয়োজন। সুতরাং, হোয়াটসঅ্যাপের উপরে বিজেপির যে হাত রয়েছে তা এবারে প্রকাশে এল।

টাইম ম্যাগাজিনের নিবন্ধটিতে বলা হয়েছে, ফেসবুক কীভাবে বিদ্বেষমূলক বক্তব্য চেক করতে ব্যর্থ হয়েছে। বিজেপি নেতাদের কিছু মন্তব্য যা তাদের ‘বিদ্বেষমূলক বক্তৃতা’ প্রোটোকল লঙ্ঘন করেছে।




আরও পড়ুন--

কংগ্রেস ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকে একটি চিঠিতে দেশের নির্বাচনী গণতন্ত্রে সোশ্যাল মিডিয়ার "পক্ষপাতিত্ব" এবং হস্তক্ষেপের দাবিতে তদন্তের দাবি জানিয়েছে। এমনকি বিজেপি বিরোধী দলের তদারকি করেছে বলেও দাবী করা হয়েছে। এমনকি সংস্থাটি তার পছন্দ অনুসারে কাজ করে না, বিজেপি ও আরএসএসের চাপে কাজ করার অভিযোগও আনা হয়েছে ওই চিঠিতে।

উল্লেখ্য, ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বিজেপি নেতাদের পোস্টে ঘৃণাত্মক বক্তব্য বিধি প্রয়োগের বিরোধিতা করা হয়েছিল।

এরপর কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ বলেছেন, যাদের রাজনৈতিক ভিত্তি "যে কোনও কিছুর মতো সঙ্কুচিত হয়ে গেছে"; তাঁরা এই প্ল্যাটফর্মগুলিতে বক্তৃতা প্রাধান্য পেতে চায়।

তিনি আরও বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিশ্বাস করেন যে কোনও সংস্থা তাঁর পছন্দ অনুযায়ী কাজ করে না, তারা বিজেপি এবং আরএসএসের চাপে কাজ করছে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again

Post a Comment

Previous Post Next Post