সায়ন ঘোষঃ বর্তমান
পরিস্থিতিতে দাঁড়িয়ে গাছের গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই
এদিন তরুছায়া ফাউন্ডেশন
এর পক্ষ "গাছ লাগাও, পৃথিবী বাঁচাও"- এই বার্তাকে সামনে
রেখে বৃক্ষরোপণ কর্মসূচি করলো সংগঠনের সদস্যরা। উত্তর ২৪ পরগনার বনগাঁ ধর্মপুকুরিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই সংগঠনের পক্ষ
থেকে প্রায় ১০০টি চারা গাছ রোপন করা হয়। প্রচুর মানুষ কোভিডে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন লাগামহীন ভাবে বৃক্ষছেদন এর কারণে।নিজেদের সুবিধার
কথা ভাবতে গিয়ে ক্রমাগত বৃক্ষছেদন করছে। বেড়ে উঠছে নগর উন্নয়নের কাজ।
সাথেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেমন বেড়ে চলেছে তেমনই কমছে অক্সিজেনের মাত্রা। মানুষের প্রয়োজনীয় বিশুদ্ধ বাতাস মানুষ আজ আর গ্রহণ
করতে পারছেনা। ফলে স্বাভাবিকভাবেই ফুসফুস জনিত নানান সংক্রামক ব্যাধির সমস্যা বেড়ে চলেছে মানুষের মধ্যে।
তাই ভবিষ্যৎ
প্রজন্মকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসলেন তরুছায়া ফাউন্ডেশন । সংগঠনের পক্ষ
থেকে রণদীপ ব্যানার্জি বলেন,
“বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।'একটি গাছ একটি প্রাণ' এই কথাকে মাথায়
রেখেই আমাদের সকলের উচিত বৃক্ষরোপন কর্মসূচী তে নিজেদেরকে নিয়োজিত
করা।“
Tags:
জেলার খবর