ঘোষণা হল ভারতের প্রথম একাদশের নাম

ঘোষণা হল ভারতের প্রথম একাদশের নাম

অম্লিতা দাস : কাল থেকে শুরু হচ্ছে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশের নাম ঘোষণা করল ভারত।বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলে প্রথম একাদশের নাম।

প্রথমে ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ভারত আর  সেখান থেকেই বাদ পড়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা, ব্যাটসম্যান হনুমা বিহারী,সাথেই উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

https://twitter.com/BCCI/status/1405522436850782213?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1405522436850782213%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Findia-vs-new-zealand-wtc-final-virat-kohlis-team-announced-first-eleven-dgtl%2Fcid%2F1287553

ভারতের প্রথম একাদশের মধ্যে আছেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।

Post a Comment

Previous Post Next Post