বনগাঁ পুরসভার প্রশাসক শঙ্কর আঢ্য-র জায়গায় নিয়ে আসা হল তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে। মঙ্গলবার এ বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর বুধবার দুপুরে পুরভবনে সরকারিভাবে পুরপ্রশাসকের পদে দায়িত্ব গ্রহণ করলেন গোপাল৷ উল্লেখ্য, ২০১৫-র পুরনির্বাচনে বনগাঁর ২২টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে তৃণমূল জয়লাভ করে৷ ১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে তখন চেয়ারম্যান হয়েছিলেন শঙ্কর আঢ্য। ২০১৯-এর মে মাসে ১৩ জন কাউন্সিলর শঙ্করের বিরুদ্ধে স্বৈরাচার ও স্বজনপোষণের অভিযোগ এনে অনাস্থা আনেন। তাঁরা চেয়ারম্যান পদ থেকে শঙ্করকে সরিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছিলেন জেলা নেতৃত্বের কাছে৷ তার পর কয়েক জন কাউন্সিলর তাঁর দিকে ফিরে যাওয়া ধ্বনি ভোটে ফের জিতেছিলেন শঙ্কর আঢ্য। বাকি কাউন্সিলররা শঙ্করের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সেই সময়।
প্রশাসক বদল নিয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘‘প্রাক্তন পুরপ্রশাসক শঙ্কর আঢ্য দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছিলেন। মনে ভয়, আর আতঙ্ক এতটাই ঢুকে গিয়েছিল যে, পুর পরিষেবা নিতে পুরসভায় যেতে ভয় পেতেন সাধারণ মানুষ।"