অম্লিতা দাস : করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধুই রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে না।গুরুতর পর্যায় ভারতীয় অর্থনীতি। ২০২১ সালের জুনের মান্থলি বুলেটিন প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। তাতে জানা যাচ্ছে, কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে ২ লক্ষ কোটি টাকা।দ্বিতীয় ঢেউ প্রভাব ফেলেছে পণ্যের চাহিদার ওপর।দেশের মোট অভ্যন্তরীণ মূল্যায়ন বা জিডিপি-র সাথে এর কোন সম্পর্ক নেই বলেই জানিয়েছেন আরবিআই।কমছে সাধারণ মানুষের টাকা ফলেই গার্হস্থ্য পণ্যের বিক্রিও কমছে।
একইসাথে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিবিআই)-ও তাদের মাসিক বুলেটিন প্রকাশ করেছে। তাদের মাসিক বুলেটিনে প্রকাশ পেয়েছে ভারতের অর্থনীতির সামগ্রিক অবস্থা, আর্থিক কাঠামো এবং দেশের সার্বিক উৎপাদনের রেখাচিত্র তিনটি আলাদা প্রতিবেদন। সেখানেও উল্লেখ করা হয়েছে অর্থনীতির ক্ষতির কথা। তাদের মতে, দ্রুত টিকাকরণ এর সঠিক সমাধান।
২০২১ সালে দেশের অর্থনীতির বিকাশ হবে ৮.৩ শতাংশ হারে। তবে ২০২২ সালে বিকাশের সম্ভাবনা আর একটু কম দেখানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত হয় বিশ্ব ব্যাঙ্ক গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস নামে এক রিপোর্ট যা জানায়, আগামী বছরে ভারতের অর্থনীতি ৭.৫ শতাংশ হারে বাড়তে পারে। ২০২৩ সালে বাড়তে পারে ৬.৫ শতাংশ হারে।
Tags:
দেশ ও বিদেশ