বাংলাদেশি-পাকিস্তানি অনুপ্রবেশকারী সম্পর্কে তথ্য দিলেই ৫ হাজার টাকার পুরস্কার দেবে MSS

MNS will give a reward of Rs. 5,000 if you give information about Bangladeshi-Pakistani intruder

সমাচার ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) বাংলাদেশী ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সম্পর্কে যারা তথ্য দেবেন তাঁদেরকে পাঁচ হাজার টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। ‘এমএনএস’এজন্য মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পোস্টার লাগিয়েছে।

এমএনএস প্রধান রাজ ঠাকরে এরআগে অনেক সমাবেশে বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বহিষ্কারের দাবি করেছেন। অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করার জন্য গত কয়েক মাস ধরে এমএনএসের প্রচার চলছে। এবার দলটি পাঁচ হাজার টাকা পুরষ্কার দেওয়ার জন্য আওরঙ্গাবাদে পোস্টার লাগিয়েছে, যা বেশ ভাইরাল হচ্ছে।

চলতি মাসেই ‘এমএনএস’ কর্মীরা শহরে শহরে ঘুরে কথিত অনুপ্রবেশকারীদের ধরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করেছে। গত ১৩ ফেব্রুয়ারি ‘এমএনএস’ কর্মীরা মুম্বাইয়ের ডিবি মার্গ, বোরিভালি, দহিসর, ঠানে এবং বিরার থেকে ৫০-এর বেশি মানুষজনকে বাংলাদেশি সন্দেহে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ এদের সম্পর্কে তদন্ত করছে।

চলতি বছরের ২৩ জানুয়ারী মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রথম অধিবেশনে রাজ ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র ইঞ্জিন এখন ‘হিন্দুত্বের পথে’চলবে।

তিনি তার বক্তব্যে সাফ জানান, ‘পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যদি জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বিজেপির পক্ষে আমার সমর্থন আছে।’

রাজ ঠাকরে এরআগে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার পক্ষে সাফাই দিয়ে বলেছিলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের উঠিয়ে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। কারণ তারা এদেশের উপরে একটি অপ্রয়োজনীয় বোঝা।’

‘বেআইনিভাবে আসা অভিবাসীরা এসে সারা দেশে ছড়িয়ে পড়ে। এজন্য রাজ্যগুলোকে তাদের বোঝা বহন করতে হয়। তারা স্থানীয় যুবকদের চাকরি কেড়ে নেয়’ বলেও এমএনএস প্রধান রাজ ঠাকরের দাবি।

Post a Comment

Previous Post Next Post