করণা আতঙ্কে বন্ধ ব্লাড ডোনেশন ক্যাম্প, একদিনের মধ্যে আয়োজন করে এলাকায় প্রথম ক্যাম্প করল যুবকেরা


Blood donation camp closed in Karnataka, organized by youth in one day

সমাচার ঃ মুখে মাস্ক পরে হাসপাতালের ভেতরে লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন যুবকেরা।একে একে ঘরের ভেতর ঢুকে রক্ত দিচ্ছে তারা ।জানা গেল সোমবার চাঁপাবেড়িয়া যুব গোষ্ঠীর উদ্যোগে চলছে অস্থায়ী ব্লাড ডোনেশন ক্যাম্প। করোনা ভাইরাসের আতঙ্ক ঝেড়ে ফেলে  নির্দিষ্ট দূরত্বে থেকে সেই ক্যাম্পে রক্ত দিচ্ছে   গ্রামের ছেলেরা তাদের রক্ত নিচ্ছেন বনগাঁ ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার গোপাল পোদ্দার।চিকিৎসক গোপাল বাবু বলেন" লকডাউন এরপর এই প্রথম যুবকরা তাদের এলাকায় ক্যাম্প করল। সকল নিয়ম মেনেই তাদের রক্ত নিলাম৷


Blood donation camp closed in Karnataka, organized by youth in one day

ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি করোনার আতঙ্ক ছড়িয়ে পড়তেই একে একে ক্যানসেল হয়েছে এলাকার ব্লাড ডোনেশন ক্যাম্প গুলি। লকডাউনের পর বাড়ি থেকে বেরোচ্ছে না মানুষ।রক্তের সংকট শুরু হওয়ায় আশঙ্কায় বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। রক্তের চাহিদা মেটাতে এরপরই এলাকার বিভিন্ন মানুষকে ফোন করে রক্ত দেবার আহ্বান জানান ডা গোপাল পোদ্দার।


Blood donation camp closed in Karnataka, organized by youth in one day

বৃহস্পতিবার থেকে ব্লাড ব্যাংকে সে রক্ত দিয়েছেন অনেকেই। খবর পেয়ে রবিবার ব্রাক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন চাপা বেরিয়ার একদল যুবক। সোমবার সকালে তাদের এলাকায় চলল ব্লাড ডোনেশন ক্যাম্প। একে একে লাইনে দাঁড়িয়ে রক্ত দিল গ্রামের যুবকেরা। উদ্যোক্তা সজল ভট্টাচার্য বলেন" করোনা আতঙ্কে অনেকেই হাসপাতালে যেতে ভয় পাচ্ছে রক্তের প্রয়োজন জানতে পেরে আমাদের এলাকাতেই সব ছেলেদের একত্রিত করে রক্ত দান করলাম।

Post a Comment

Previous Post Next Post