ইন্দো-বাংলাদেশ মোটর ড্রাইভিং ২০২০- “মৈত্রী” এর উদ্বোধনে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র


সমাচার ঃ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্ট্রান ইন্ডিয়া সংস্থার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং সেভ ড্রাইভ সেভ লাইফ এর- বার্তা দিতে ইন্দো-বাংলাদেশ মোটর ড্রাইভিং ২০২০-" মৈত্রী " l বনগাঁর মণীষাঙ্গণ থেকে উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ২১ টি গাড়ি মৈত্রী যাত্রায় অংশগ্রহণ করে l বাংলাদেশের যশোর ঢাকা হয়ে কমিল্লা, চিটাগং, কক্সবাজার, রংপুর ঘুরে আগামি ৭ ই মার্চ শিলিগুড়িতে গিয়ে সমাপ্ত হবে l

এদিন মৈত্রী যাত্রা প্রসঙ্গে মদন মিত্র বলেন, “আমাদের এই যাত্রা দুই দেশের সম্পর্ককে সু দৃঢ় করতে ও সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তা দিতে বাংলাদেশের যাত্রা করছি l আগামীতে ঢাকা থেকে দিল্লী পর্যন্ত যাত্রা করবার ভাবনা আছে আমাদের l শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও বাংলাদেশের ৫০  বর্ষ পূর্ণ হচ্ছে এবার l সেই কারণেই আমাদের এই মৈত্রী যাত্রা l”


Post a Comment

Previous Post Next Post