বনগাঁ মতিগঞ্জ হাটখোলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার


সমাচার ঃ উত্তর ২৪ পরগনা বনগাঁ মতিগঞ্জ হাটখোলা এলাকায় বুধবার সকালে এলাকার মানুষ একটি মৃতদেহ দেখতে পায় l প্রাথমিক অনুমান খুন করে ফেলে রাখা হয়েছে এই ব্যক্তিকে l মুখ দেখে শনাক্ত করা যাচ্ছে না l ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে l এলাকার মানুষের ক্ষোভ রাতে এই এলাকায় মদ গাঁজার আসর বসে তা থেকেই এই ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা l মৃতদেহ উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ l

Post a Comment

Previous Post Next Post