সমাচার ঃ বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইছামতি ব্রিজের উপর পণ্যবাহী ট্রাকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ এবং যে যার মত পালাতে শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বসিরহাট থানার পুলিশ ও দমকল এর দুটি ইঞ্জিন। কী কারণে এই আগুন তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক অনুমান ওই ট্রাকে চটের বস্তা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ট্রাকের মধ্যে কোন দাহ্য পদার্থ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। জানা গিয়েছে, এই ট্রাক ভর্তি চটের বস্তা মজুদকরে বাংলাদেশ থেকে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে আসছিল। সেই সময় হঠাৎই ইছামতি ব্রিজের উপরে আচমকাই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ওই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।