
সমাচার ঃ করোনা ভাইরাসের দাপটে স্তব্ধ দেশ। এই পরিস্থিতিতে রক্তের সঙ্কট দেখা দেয় ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে। সেই সঙ্কট কাটাতে মুখ্যমন্ত্রী এগিয়ে আসতে বলেন পুলিশকর্মী থেকে ক্লাব সংঘটনকেও।
আজ উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ জিআরপি পুলিশের উদ্যোগে ও বনগাঁ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বনগাঁ জংশন এর এক নম্বর প্ল্যাটফর্মের ওপর একটি ঘরে চলল ব্লাড ডোনেশন ক্যাম্প। এর তদারকি করেন ওসি জিআরপি দীপক কুমার পাইক। এদিনের ফাঁকা স্টেশনে সামাজিক দুরত্ব বজিয়ে রেখে লাইন দিয়ে দাঁড়িয়ে রক্ত দিচ্ছেন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
শিবিরে জিআরপি থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। জিআরপি ডিএসপি বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে রক্ত সংকট চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ ও প্রেরণায় আমরা রক্ত দিচ্ছি। প্রয়োজনে আরও রক্ত দেব৷ জিআরপির উদ্যোগে বনগাঁ স্টেশনে বনগাঁ হাসপাতাল থেকে রক্ত নিতে আসেন ডাক্তার গোপাল পোদ্দার। তিনি বলেন, পুলিশকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার কারনে অনেকটাই ঘাটতি মিটছে ব্ল্যাডব্যাঙ্কের।