পুলিশ ফাঁড়ির উদ্যোগে দুঃস্থ মানুষের চাল-ডাল-আলু বিতরণ

পুলিশ ফাঁড়ির উদ্যোগে দুঃস্থ মানুষের চাল-ডাল-আলু বিতরণ

সুব্রত মণ্ডল, গাইঘাটা ঃ উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ির ওসি বলাই ঘোষ সুটিয়া অঞ্চলের  শতাধিক মানুষের মধ্যে তিনি চাল, ডাল, আলু, বিতরণ করলেন। উপস্থিত ছিলেন গাইঘাটা থানার ওসি লিটন রক্ষীত, সার্কেল ইনস্পেক্টর দেবাশীষ পাহাড়ি, সমাজসেবী বিষ্ণুপদ ও থানার অন্যান্য স্টাফগণ। এলাকার বাসিন্দা মিহির পাল বলেন, এই সময়ে আমাদের কাজ নেই, হাতে টাকা পয়সাও নেই। এখন ওসিবাবু আমাদের অনেক উপকার করলেন।ফাঁড়ির ওসি বলাই ঘোষ বলেন, লকডাউনের কারনে সাধারণ মানুষ কাজে বের হতে পারছেন না। তাদের অসুবিধার কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।

Post a Comment

Previous Post Next Post