
সমাচার ঃ হাইকোর্টের নির্দেশে একদিনের স্পেশাল আদালত হলো বসিরহাট মহাকুমা আদালতে। সূত্রে খবর, যেসব বিচারাধীন বন্দী বিচার না পেয়ে জেলে আটকে রয়েছে তাদের জন্যই এই একদিনের স্পেশাল এজলাস। জানা গিয়েছে আজ মোট ১৭০টি মোকদ্দমা উঠছে দুটি এজলাসে। বিচারক এসিজেএম জাহাঙ্গীর কবির, এসিজেএম ইন্দ্রানী গুপ্তের এজলাসে এই কেস গুলো ওঠে। বসিরহাট ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের ৫০ জন আইনজীবী শারীরিক দূরত্ব বজায় রেখে এক এক করে এজলাসে ঢুকছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে একদিনের জন্য বিচার প্রক্রিয়া।
সূত্রে খবর, যেসব আসামীরা বিনাবিচারে জেলবন্দি হয়ে রয়েছে তাদেরকে একটু মুক্তি দেওয়ার জন্য আজকের স্পেশাল আদালত। বসিরহাট ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ বারী ও বিশিষ্ট আইনজীবী অরিন্দম গোলদার জানান, সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশে আদালত বিচার প্রক্রিয়া চালাচ্ছে।