লকডাউন কে উপেক্ষা করে ব্যাংকে টাকা তোলার হিড়িক

লকডাউন কে উপেক্ষা করে ব্যাংকে টাকা তোলার হিড়িক


সমাচার ঃ বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর অঞ্চলের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের শালিপুর বাজার শাখায় টাকা তোলার হিড়িক। পুরুষ মহিলা গায়ে গায়ে দাঁড়িয়ে ভিড় করছে ব্যাংকে। নেই সামান্য সামাজিক দূরত্বটুকুও। এখান থেকে যে সংক্রমণ ছড়াতে পারে সে কথা ভুলতে বসেছে সকলেই। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সিভিক ভলান্টিয়ার দিয়ে নজরদারি রাখার চেষ্টা করা হলেও, বাস্তবে তা কোন কাজেই আসছে না। সাধারণ মানুষ লকডাউন পরিস্থিতির সমস্ত নিয়ম-কানুন উপেক্ষা করেই ভিড় জমিয়ে ব্যস্ত টাকা তুলতে।

পাশাপাশি শালিপুর বাজার এলাকারও একই অবস্থা। যেন মেলা বসেছে; প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় জমাচ্ছে ওই বাজারে।

অন্যদিকে কাঁকুরিয়া ফ্রি প্রাইমারি স্কুল ময়দানেও একই দশা; নিয়ম করে এখনও প্রতিদিন চলছে সেখানকার যুবকদের ফুটবল খেলা। তারপাশে, বড়ঘোঁজ মহাশ্মশানের মাঠে প্রতিদিন বিকালে সাধারণ মানুষ অকারনে জমায়েত হচ্ছে। সোনাপুকুর, শংকরপুর অঞ্চলের রাধানগর বাজারও একই চিত্র। ঘুষিঘাটা বাজার, মিনাখাঁ ব্লকের মালঞ্চ বাজার এলাকায়ও প্রতিদিন একই চিত্র দেখা যাচ্ছে।

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার; নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপও। সেখানে সাধারণ মানুষের মধ্যেই সচেতনার অভাব। ফলে সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে। প্রশাসনের নজরদারি চললেও কিছু মানুষ এখনও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাস্তায় ভিড় করছেন।

Post a Comment

Previous Post Next Post