রেশন ডিলারের ঝুলন্তদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


রেশন ডিলারের ঝুলন্তদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সমাচার, পূর্ব মেদিনীপুর ঃ লক ডাউনে মাঝে রামনগরের এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত জ্ঞানেন্দ্রনাথ মাইতি(৭১)।তার বাড়ি রামনগর থানার কাদুয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূএে জানাগেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ডিলার ছিলেন জ্ঞানেন্দ্রনাথবাবু।সোমবার দুপুরে বাড়ির কড়িকাঠে দড়ির ফাঁসে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশীরা ছুটে আসে থানায় খবর দেয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামনগর থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক অসুস্থতার জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। মৃতদেহটি কাঁথি হাসপাতালে হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে। এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিয়রঞ্জন মাইতি বলেন কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা আমরা বুঝতে পারছি না।


রেশন ডিলারের ঝুলন্তদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রামনগর থানার পুলিশের কথায় মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করেনি পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post