মদের হোম ডেলিভারি! ভুল ভাঙাল কলকাতা পুলিশ


মদের হোম ডেলিভারি! ভুল ভাঙাল কলকাতা পুলিশ

সমাচার ওয়েব ডেস্ক ঃ মদের হোম ডেলিভারি করা হবে এখবরে যে সমস্ত সুরাপ্রেমীরা আহ্লাদিত হয়ে ছিলেন তাদের জন্য দুরসংবাদ।

বুধবার বিকেলে কলকাতা পুলিশ সূত্রে খবর, মদের কোনও রকমের হোম ডেলিভারি করা হচ্ছে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে শহরে মদের হোম ডেলিভারি ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সময়েরও উল্লেখ থাকে সেই খবরে।এরপরই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেন সুরাপ্রেমীরা।কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হতেই সমস্ত বুজরুকিই ভেঙে দেয় কলকাতা পুলিশ।

এবার জেনে নেওয়া যাক কি ছিল সেই ভুয়ো খবর। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত হোম ডেলিভারির জন্য অর্ডার নেওয়া হবে। পরে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই মদের হোম ডেলিভারি করা হবে। বাড়ির কাছে কোনও মদের দোকানে অথবা পানশালায় ফোন করে ওই অর্ডার দেওয়া যাবে।তবে সেই ক্ষেত্রে এই পরিষেবা দেওয়ার জন্যে লাইসেন্স প্রাপ্ত দোকানদারকে স্থানীয় থানা থেকে আবার অনুমতিও নিতে হবে। আবার দোকানদারকে সর্বোচ্চ তিনটি পাস দেওয়া হবে। ওই পাসে স্থানীয় থানার ওসি এবং অতিরিক্ত ওসির সই থাকবে।

এরপরই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বিষয়টি নিয়ে তদন্ত করেন এবং তিনি জানান, “এর কোনও সত্যতা নেই”। তিনি বলেন, এটা ভুল খবর।

তবে একটি সূত্রের খবর, আগামী কাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বিভিন্ন বণিকসভা, পর্যটন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে এই হোম ডেলিভারির বিষয় নিয়ে আলোচনা হলেও হতে পারে।



Post a Comment

Previous Post Next Post