
সমাচার ঃ লকডাউন এর ফলে বন্ধ বাস চলাচল। আর তাতেই সমস্যার সম্মুখীন হয়েছেন বাস শ্রমিকরা l দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে বনগাঁ ডিএন-৪৪ ও ৯৬সি রুটের বাস শ্রমিকদের জমানো অর্থ আগেই দিয়ে দেওয়া হয়েছিল আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে l
এবার শ্রমিকদের খাদ্য অভাবের কথা চিন্তা করে বনগাঁ অসংগঠিত আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সম্পাদক নারায়ন ঘোষ নিজের টাকা খরচ করে শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দিলেন। জানা গিয়েছে প্রত্যেক শ্রমিকদের হাতে ১০ কিলো চাল, ২ কিলো ডাল, ১ কিলো আলু ও সাবান তুলে দেন তিনি। এদিন ১৫০০ শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। নারায়নবাবুর এই উদ্যোগে খুশি শ্রমিক সংগঠনের শ্রমিকরা l