
পলাশ দাস, গোপালনগর ঃ লকডাউনের ফলে স্তব্ধ দেশ। কর্মহারা সাধারণ মানুষ আজ চরম খাদ্য সংকটে। বিশেষত মারাত্মক সমস্যায় পড়েছেন ‘দিন আনা দিন খাওয়া’ শ্রেনির মানুষেরা। পরিবারের সদস্যদের মুখে একবেলা খাবার তুলে দিতেও হিমশিম খাচ্ছেন তারা। সেই সমস্ত অসহায় মানুষের হাতে নিজেদের সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করল উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর থানার অন্তর্গত গাজীপুর গ্রামের গাজীপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের যুবকেরা। গ্রামের শতাধিক অসহায় মানুষের হাতে তারা তুলে দেন কিছু খাদ্য সামগ্রী ও মাস্ক। তারা বলেন, আমরা এলেকার সাধারণ মানুষের মধ্যে প্রতিনিয়ত এই মহামারী করোনা ভাইরাসের মোকাবিলা সম্পর্কে সচেতনতার প্রচার চালিয়ে চলেছি।