
সমাচার ওয়েব ডেস্ক ঃ রেশন দোকানে রেশনের সামগ্রী না পেয়ে বিক্ষোভ দেখালো শ’পাঁচেক গ্রাহক । গ্রাহকদের দাবি রেশন দোকান থেকে চাল ও গম দেওয়া হচ্ছে, কোন আটা দেওয়া হচ্ছে না এবং চাল দিলেও কম পরিমানে দেওয়া হচ্ছে। রেশন ডিলার সাহানাজ মোল্লার বলেন, সরকার থেকে আটা আসেনি সেই জন্যই গ্রাহকদের কে আটা দিতে পারছি না । রেশন সামগ্রী না পাওয়ার কারনে প্রায় শ’পাঁচেক গ্রাহক বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে শাসন থানার পুলিশ এসে বিক্ষোভ কারিদেরকে সরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা এখনও উত্তেজনা রয়েছে।