সমাচার, দক্ষিন ২৪ পরগনা ঃ ঝড়ো হাওয়ার দাপটে চরে আটকে যায় বাংলাদেশী বার্জ । দক্ষিণ ২৪ পরগনার পুজালি থেকে ছায় নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল বার্জটি। অসতর্কতার কারণে বার্জটি আটকে যায় কুলপি থানার মন্তেশ্বর খাল এলাকার হুগলি নদীর চরে। আজ সকালে স্থানীয় মানুষজন দেখে খবর দেয় কুলপি থানায়।
খবর দেওয়া হয় পোটটাস্টে। কিন্তু সাধারণ মানুষদের একাধিক প্রশ্ন উঠে আসছে বার্জ চলাচল ঘিরে। জুয়ার আসতেই আটকে যাওয়া বার্জ তলিয়ে যায় হুগলি নদীতে। হুগলি নদীতে এখনো ডুবে রয়েছে এমভি তোফা আরিফ-৪ নামে বাংলাদেশি বার্জ। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে । তবে স্থানীয় মানুষদের একাংশের দাবি যেখানে ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, সেখানে কিভাবে হাতানিয়া-দোয়ানিয়া হুগলি নদীর পথ ধরে বজ বজ পুজালি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত এই ব্যবসা করছে। একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে পোটটাস্টের উপরে ।
খবর দেওয়া হয় পোটটাস্টে। কিন্তু সাধারণ মানুষদের একাধিক প্রশ্ন উঠে আসছে বার্জ চলাচল ঘিরে। জুয়ার আসতেই আটকে যাওয়া বার্জ তলিয়ে যায় হুগলি নদীতে। হুগলি নদীতে এখনো ডুবে রয়েছে এমভি তোফা আরিফ-৪ নামে বাংলাদেশি বার্জ। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে । তবে স্থানীয় মানুষদের একাংশের দাবি যেখানে ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, সেখানে কিভাবে হাতানিয়া-দোয়ানিয়া হুগলি নদীর পথ ধরে বজ বজ পুজালি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত এই ব্যবসা করছে। একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে পোটটাস্টের উপরে ।