JEE-NEET পরীক্ষার ইস্যু নিয়ে রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির কৈলাশ বিজয়বর্গিয়

JEE-NEET পরীক্ষার ইস্যু নিয়ে রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির কৈলাশ বিজয়বর্গিয়

সার্বভৌম সমাচার : সেপ্টেম্বরে JEE এবং NEET পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গিয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষার ইস্যুতে রাজনীতিকরণ না করতে বলেছেন এবং তিনি জানিয়েছেন, ৯০% শিক্ষার্থী আসন্ন পরীক্ষার জন্য ফর্ম ডাউনলোড করেছেন। এদিন তিনি অভিযোগ করে বলেন, করোনা মহামারীতে মুখ্যমন্ত্রীর কারণে পশ্চিমবঙ্গে মানুষ প্রাণ হারিয়েছে।

JEE-NEET বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, জনগণ জানত যে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নতির জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশার উদাহরণ তুলে ধরে বিজেপি নেতা আরও বলেন, ওড়িশা রাজ্য সরকারও এই পরীক্ষাটি হোক সেটাই চাইছে এবং পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পরিবহন ও আবাসনের ব্যবস্থাও করছে।

উল্লেখ্য, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার অক্টোবরে দুর্গাপূজার আগে চূড়ান্ত বর্ষের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পক্ষে বিবেচনা করবে। এরই সঙ্গে তিনি সেপ্টেম্বরে JEE এবং NEET পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রের সমালোচনাও করেন। তিনি বলেন, কেন্দ্র সরকারের 'অবিচল দৃষ্টিভঙ্গি' কোভিড -১৯ দুর্বিপাক আরও বাড়িয়ে তুলবে।




আরও পড়ুন--

সেপ্টেম্বরে JEE-NEET পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা মহামারীর কারণে কেন্দ্রীয় সরকারকে পরীক্ষার প্রক্রিয়া পিছিয়ে দিতে বলেছিলাম। কিন্তু কেন্দ্র সরকার অনড় রয়েছে…"।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছিল, ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য এবং বিশ্ববিদ্যালয়গুলি চূড়ান্ত বর্ষের পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীদের পদোন্নতি দিতে পারে না। এরপর আদালত আরও বলে, যদি কোনও রাজ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা দিতে না পারে বলে মনে করে তবে তাকে নতুন করে তারিখের জন্য ইউজিসির কাছে যেতে হবে।

এদিকে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বে ওড়িশা সরকার ঘোষণা করেছে, তারা ৩৭,০০০ শিক্ষার্থীকে JEE এবং NEET পরীক্ষায় নিখরচায় পরিবহণ এবং থাকার ব্যবস্থা করবে।

এছাড়াও সেখানকার মুখ্য সেক্রেটারি অসিত ত্রিপাঠি বলেছেন, পরীক্ষায় অংশ নেওয়া রাজ্যের ৩৭,০০০ প্রার্থীর মধ্যে যদি যাতায়াত ও আবাসন সুবিধার প্রয়োজন হয় রাজ্য সরকার তা সরবরাহ করবে। তিনি আরও বলেন, সরকার তাদের নিজ শহর থেকে মনোনীত প্রবেশদ্বারগুলিতে পরীক্ষার্থীদের জন্য বাস সরবরাহ করবে। তবে তারজন্য শিক্ষার্থীদের ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

ওড়িশা সরকার আরও জানিয়েছে, শিক্ষার্থীদের কাছাকাছি নোডাল কেন্দ্রগুলি অবহিত করতে হবে এবং পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আইটিআইতে তাদের নিখরচায় থাকার ব্যবস্থা করা হবে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #JEE-NEET #Exam# Kailash Vijayvargiya #BJP # TMC #Mamata Banerjee

Post a Comment

Previous Post Next Post