দুবাইয়ে আক্রান্ত একাধিক সিএসকের সদস্য

দুবাইয়ে আক্রান্ত একাধিক সিএসকের সদস্য


অম্লিতা দাস : করোনার হামলা এলো আইপিএলে।সিএসকের গুরুত্বপূর্ণ বোলার সহ মোট ১০জন হলেন করোনা আক্রান্ত।আমিরশাহিতে আইপিএলের আয়োজনে পড়ল বাধা।

সূত্রে খবর,২১ তারিখ দুবাই পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস।তারপর তাঁরা থাকেন কোয়ারান্টিনে।আইপিএলের প্রোটোকল অনুযায়ী তিনবার করোনা টেস্টে নেগেটিভ আসা প্লেয়ার রাই অনুশীলনে নামতে পারবেন। টেস্টে ১০জনের কোভিড পজিটিভ আসে।সম্ভবত তার মধ্যে একজন ওই টিমের ফার্স্ট বোলার।


আরও পড়ুন--

কোয়ারান্টিনের মেয়াদ বাড়ানো হলো।সেপ্টেম্বরের আগে অনুশীলনে আসতে পারবেন না তাঁরা।যদিও আমিরশাহি আসার আগে চেন্নাইয়ে ৬ দিনের প্রস্তুতি শিবির বসেছিল দলের ক্রিকেটারদের নিয়ে।

আইপিএলের প্রথম ম্যাচে আছে মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের।টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়ার পিছিয়ে যাওয়ায়,এপ্রিলের পিছিয়ে যাওয়া আইপিএল এই ফাঁকা সময় নিজেদের জায়গা করেছে এই বছর। ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News # CSK #Kolkata Night Righter #Dhoni #Sourav Ganguli #Cricket

Post a Comment

Previous Post Next Post