সার্বভৌম সমাচার : ভারত-চীন অস্থিরতার মধ্যে লাদাখে উত্তেজনা পূর্ণ এলাকায় চীন আরও তীব্রতর হয়ে উঠেছে। ডেমচকের কাছে 5 জি নেটওয়ার্ক স্থাপনসহ পানগং হ্রদে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে।
গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, “চীন উন্নত যোগাযোগের জন্য লাইন অব অ্যাকুয়াল কন্ট্রোলের (এলএসি) পাশাপাশি 5 জি নেটওয়ার্ক স্থাপন করছে এবং আগস্টের প্রথম সপ্তাহ থেকে ডেমচক এলাকার কাছে প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এছাড়াও পানগং হ্রদে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে এসেছে। যেখানে চীনা সেনারা তাদের অবস্থান অব্যাহত রেখেছে। এমনকি উভয় দেশের আলোচনার মধ্যেও নতুন ঝুপড়ি ও শেড দেখা গিয়েছে।
উল্লেখ্য গত মে মাসের শুরুতে এলএসি সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার চার মাস পরে ভারত-চীন সম্পর্কের স্থিরতা প্রায় কাছাকাছি। কিন্তু চীন তাদের সেনা বাহিনীকে এলএসি বরাবর অব্যাহত রেখেছে এবং ভারতকেও লাদাখে সেনা মোতায়েন বাড়িয়ে তুলতে উৎসাহিত করছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীও তার মোতায়েন তিনগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও শীতকালে অতিরিক্ত বাহিনী নিয়ে যাওয়ার প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে।
গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, “চীন উন্নত যোগাযোগের জন্য লাইন অব অ্যাকুয়াল কন্ট্রোলের (এলএসি) পাশাপাশি 5 জি নেটওয়ার্ক স্থাপন করছে এবং আগস্টের প্রথম সপ্তাহ থেকে ডেমচক এলাকার কাছে প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এছাড়াও পানগং হ্রদে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে এসেছে। যেখানে চীনা সেনারা তাদের অবস্থান অব্যাহত রেখেছে। এমনকি উভয় দেশের আলোচনার মধ্যেও নতুন ঝুপড়ি ও শেড দেখা গিয়েছে।
উল্লেখ্য গত মে মাসের শুরুতে এলএসি সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার চার মাস পরে ভারত-চীন সম্পর্কের স্থিরতা প্রায় কাছাকাছি। কিন্তু চীন তাদের সেনা বাহিনীকে এলএসি বরাবর অব্যাহত রেখেছে এবং ভারতকেও লাদাখে সেনা মোতায়েন বাড়িয়ে তুলতে উৎসাহিত করছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীও তার মোতায়েন তিনগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও শীতকালে অতিরিক্ত বাহিনী নিয়ে যাওয়ার প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন--
যদিও প্রাথমিক অবহেলার পরিস্থিতি বদলে যায়নি। কারণ চীনা সেনারা প্যানগং লেকের রিজলাইনে তাদের উপস্থিতি অব্যাহত রেখেছে। এমনকি হ্রদের তীরে চীনারা ফিঙ্গার ৪ থেকে ৫ পিছিয়ে গেছে; আশা করা হচ্ছিল ভারতও পিছু হটবে।
চীনের শর্তানুযায়ীয় প্যানগং লেকের ফিঙ্গার অঞ্চল থেকে লালফৌজ পিছনে ফিরে যাবে; তবে ভারতকেও পিছিয়ে যেতে হবে। তবে সূত্র বলছে, বর্তমানে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে চিন।
জানা গিয়েছে, ভারত ফিঙ্গার ৪ থেকে ফিরে এসেছিল। যেখান থেকে ভারতের পক্ষে আর পশ্চাদপসরণ গ্রহণযোগ্য নয়। ভারত এপ্রিলের শেষের দিকে স্থিতিশীল অবস্থা পুনরুদ্ধার করতে তাদের শর্ত বজায় রেখেছে। তবে চীন ক্রমন্বায়ে অচলাবস্থার দিকে নিয়ে গেছে। শীতের স্থাপনার কথা মাথায় রেখে নতুন ঝুপড়িও স্থাপন করেছে চিন।
চীনারা যদি পিছিয়ে না যায় তবে ভবিষ্যতের কৌশল সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিইমধ্যে বেশ কয়েকটি আলোচনাও হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতও বলেছেন, আলোচনা যদি ব্যর্থ হয় তবে ভারত সামরিক বিকল্পের কথা ভাববে। উল্লেখ্য লাদাখের এলএসি-র পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা প্রতিষ্ঠানে প্রায়শই বৈঠক হচ্ছে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #Ladakh #pangong lake # china 5G #Ladakh pangong lake #india china border tensions