অম্লিতা দাস : পাঞ্জাবে ভারত-পাক সীমান্তে আজ ৫ জন অনুপ্রবেশকারীদের দেখা যায়।বর্ডারের সিকিউরিটি ফোর্সের গুলিতে তারা নিহত হন।
সীমান্তে নতুন ঝঞ্ঝা।শনিবার ভোর ৪টে ৪৫মিনিটে পাঞ্জাবের তরণ তারণ জেলার খেমকরণ সীমানা দিয়ে প্রবেশ করতে চায় ৫জন অনুপ্রবেশকারী।সিকিউরিটি ফোর্সরা তাদের দেখে বাধা দিতে চাইলে তারা বাধা না মেনে আক্রমণ করতে শুরু করে ফলে আত্মরক্ষার দায়ে শুরু হয়ে গুলির লড়াই।বিএসএফ জানাচ্ছে, "১০৩ নং বিএসএফ ট্রুপ আত্মরক্ষার জন্যেই গুলি চালাতে বাধ্য হয়েছে।" কারণ অনুপ্রবেশকারীরা কোনো বাধা মানছিলোনা। এছাড়াও চোখে ধুলো দিয়ে আরো কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে কিনা তাই চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে।বিএসএফের এক আধিকারিকের মন্তব্য শুক্রবার সীমান্তে তাঁরা সন্দেহজনক কিছু মনে করেছিলেন তাই তাঁরা আরো সতর্ক হয়ে যায়।নিহতদের পরিচয় স্পষ্ট নয়।
আবার একইদিনে দিল্লির ধৌলা কুঁয়া অঞ্চল থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার নাম ইউসুফ খান।পুলিশ জানাচ্ছে,রাজধানীতে হামলা চালোনোর মতলব ছিল তার। রাতভর গুলির লড়াইয়ের শেষে এ দিন সকালে গ্রেফতার করা হয় আবুকে। তার কাছ থেকে পুলিশ একটি পিস্তল এবং আইইডি উদ্ধার করেছেন।
আবার বুধবারই কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি মারা গিয়েছে।
সীমান্তে নতুন ঝঞ্ঝা।শনিবার ভোর ৪টে ৪৫মিনিটে পাঞ্জাবের তরণ তারণ জেলার খেমকরণ সীমানা দিয়ে প্রবেশ করতে চায় ৫জন অনুপ্রবেশকারী।সিকিউরিটি ফোর্সরা তাদের দেখে বাধা দিতে চাইলে তারা বাধা না মেনে আক্রমণ করতে শুরু করে ফলে আত্মরক্ষার দায়ে শুরু হয়ে গুলির লড়াই।বিএসএফ জানাচ্ছে, "১০৩ নং বিএসএফ ট্রুপ আত্মরক্ষার জন্যেই গুলি চালাতে বাধ্য হয়েছে।" কারণ অনুপ্রবেশকারীরা কোনো বাধা মানছিলোনা। এছাড়াও চোখে ধুলো দিয়ে আরো কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে কিনা তাই চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে।বিএসএফের এক আধিকারিকের মন্তব্য শুক্রবার সীমান্তে তাঁরা সন্দেহজনক কিছু মনে করেছিলেন তাই তাঁরা আরো সতর্ক হয়ে যায়।নিহতদের পরিচয় স্পষ্ট নয়।
আবার একইদিনে দিল্লির ধৌলা কুঁয়া অঞ্চল থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার নাম ইউসুফ খান।পুলিশ জানাচ্ছে,রাজধানীতে হামলা চালোনোর মতলব ছিল তার। রাতভর গুলির লড়াইয়ের শেষে এ দিন সকালে গ্রেফতার করা হয় আবুকে। তার কাছ থেকে পুলিশ একটি পিস্তল এবং আইইডি উদ্ধার করেছেন।
আবার বুধবারই কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি মারা গিয়েছে।