![]() |
সার্বভৌম সমাচার : সোমবার দুপুরে তিনি প্রণব বাবু নিজেই টুইট করে জানিয়েছিলেন, তাঁর শরীর করোনা সংক্রামণ হয়েছে। কিন্তু সেই সময়েও তাঁর পারিবারিক সূত্রে বা হাসপাতালের তরফে প্রকৃত ঘটনা জানানো হয়নি কাউকেই।
সুত্রে জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শুধু করোনা আক্রান্ত নন, রবিবার রাতে ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব। সে ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তাই সোমবার তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
সুত্রে জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শুধু করোনা আক্রান্ত নন, রবিবার রাতে ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব। সে ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তাই সোমবার তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন--
প্রণব বাবুকে এমআরআই করে দেখা যায় মস্তিষ্কে আঘাত লেগে রক্ত জমাট বেধে গিয়েছে। তা সোমবারই অস্ত্রোপচার করে বের করা হয়। প্রথমে দুপুরে তারপর রাতে ফের তাঁর অস্ত্রোপচার হয়। পরবর্তী সময়ে শ্বাসকষ্ট থাকায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের তরফ থেকে জানানো হয়, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল তাঁকে। কিন্তু তারপরেও উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি, বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।” হাসপাতালের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রণববাবুর অবস্থা সঙ্কটজনক, তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের তরফ থেকে জানানো হয়, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল তাঁকে। কিন্তু তারপরেও উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি, বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।” হাসপাতালের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রণববাবুর অবস্থা সঙ্কটজনক, তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
আরও দেখুন--