করোনায় প্রয়াত প্রখ্যাত গীতিকার রাহাত ইন্দোরি, বয়স হয়েছিল ৭০ বছর

করোনায় প্রয়াত প্রখ্যাত গীতিকার রাহাত ইন্দোরি। বয়স হয়েছিল ৭০ বছর


সার্বভৌম সমাচার : দেশ এক নির্ভিক কবি ও শিল্পীকে হারাল! প্রখ্যাত গীতিকার রাহাত ইন্দোরির করোনা সংক্রমণ হওয়ার পরেই ভর্তি করা হয়েছিল ইন্দোরের শ্রী অরবিন্দ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়েস হয়েছিল ৭০ বছর। এদিন পর পর দু’বার হার্ট অ্যাটাক হয় তাঁর। চিকিৎসক বিনোদ ভাণ্ডারী জানান, “গত রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ৬০ শতাংশ নিউমোনিয়া ছিল। এদিন পর পর হার্ট অ্যাটাকের ফলে তিনি আর চিকিৎসায় সাড়া দেননি।”

রাহাত ইন্দোরি শুধু মাত্র উর্দু ভাষার কবি বা বলিউডের গীতিকার হিসেবেই নয়, চিত্রশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। নির্ভীক কবি হিসেবে গোটা দেশে খ্যাতি ছিল তাঁর। তাঁর লেখা একটি কবিতার লাইন – ‘সভি কা খুন হ্যায় সামিল ইঁহা কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্থান থোড়ি হ্যায়’ খুবই জনপ্রিয়তা ভাল করেছিল। ১৯৫০ সালের ১ জানুয়ারি ইন্দোরে জন্ম রাহাতের। একটা সময়ে উর্দু ভাষা শিক্ষক হিসেবে ইন্দোরের অহল্যা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেন। সুরকার অনু মালিকের অত্যন্ত প্রিয় ছিলেন রাহাত ইন্দোরি। একসঙ্গে অনেক কাজ করেছেন।তাঁর সঙ্গে কাজ করেছেন শঙ্কর এহসান লয়ও। ‘মুন্নাভাই এমবিবিএস’ থেকে ‘মিশন কাশ্মীর’ বলিউডের অনেক বিখ্যাত ছবির গানে ব্যবহার হয়েছে তাঁর কথা।

আরও পড়ুন--

করোনা আক্রান্ত হওয়ার পরে নিজেই তিনি টুইট করে সেই খবর জানিয়েছিলেন। সাথেই জানিয়েছিলেন, কেউ যেন তাঁর পরিবারের কাছে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ না নেয়। কিন্তু এদিন সন্ধ্যায় করোনা নিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয় গীতিকারের। মঙ্গলবার রাতেই  শেষকৃত্য হবে ইন্দোরে।অ্যার

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post