র‍্যাট স্নেককে হেডফোন ভেবে ল্যাজ ধরে টানাটানি করলেন জলপাইগুড়ির এক যুবক

র‍্যাট স্নেককে হেডফোন ভেবে ল্যাজ ধরে টানাটানি করলেন জলপাইগুড়ির এক যুবক


সার্বভৌম সমাচার : হেডফোন ভেবে সাপের লেজ ধরে টানাটানি করলেন জলপাইগুড়ির এক যুবক। প্রত্যেকদিনের মতোই সকালে কাজে বের হয়েছিলেন জলপাইগুড়ির জ্বালাদি পাড়ার বাসিন্দা পার্থ মল্লিক। বাড়ি থেকে বেড় হওয়ার সময় তাড়াহুড়ো করে বিছানার পাশ থেকে হেডফোন নিতে গেলে হাত লেগে নীচে পড়ে যায় হেডফোনটি। পার্থবাবু নিচু হয়ে খাটের নিচে হাত বাড়িয়ে হেডফোনটিকে টেনে বের করতে গেলেই হয় বিপত্তি। পার্থবাবুর স্পর্শে মনে হয় হেডফোনটি খুব ঠান্ডা আর নড়ছে। হঠাৎ তাকিয়ে পার্থবাবু ভয়ে উঠে পরেন। তারপর দেখেন হেডফোন না, বরং একটি সাপের ল্যাজ ধরে টানাটানি করছেন সয়ং তিনি। বুঝতে পেরে ভয়ে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে। খবর দেন পরিবেশ কর্মীদের।

আরও পড়ুন--


খবর পেয়ে সাথে সাথেই পৌঁছে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ওই বাড়িতে। তারপর সাপটিকে খাটের নীচ থেকে বার করে এনে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে ছেড়ে দেন। তিনি বলেন, ‘‘বর্ষায় জল ঢুকে এদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এরা লোকালয়ে চলে আসছে। সকাল থেকে এই এলাকায় গৃহস্থের বাড়িতে ঢুকে যাওয়া তিনটি সাপ ধরেছি। এটি র‍্যাট স্নেক। এই সাপ নির্বিষ। এরা মূলত ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফলে প্লেগজাতীয় রোগ প্রতিহত হয়।’’

পার্থবাবুর বাবা লক্ষ্মী মল্লিক জানান, ‘‘ছেলে খাটের নীচ থেকে হেডফোন বের করে আনতে গিয়ে সাপের ল্যাজ ধরে টানাটানি করে। পরে সাপ বুঝতে পেরে চিৎকার করে। এর আগেও আমাদের ঘরে সাপ ঢুকেছে। এ দিন আবার সাপ ঢোকায় পরিবেশকর্মীদের খবর দিই আমরা।’’

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post