অম্লিতা দাস : ফেসবুকের উষ্কানীমূলক পোস্টে ক্ষুব্ধ জনতা।মৃত ৩ জন বিক্ষোভকারী, আহত ৬০জন পুলিশ এবং একজন সাংবাদিক ইতিমধ্যে ১১০জন বিক্ষোভকারীদের গ্রেফতারও করা হয়েছে।
সংঘর্ষের শুরু মঙ্গলবার রাতে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। ফেসবুকে তিনি বিতর্কিত এবং কুরুচিকর একটি পোস্ট করেন এবং সেই নিয়েই জনতা উত্তপ্ত হয়ে ওঠে।সেই পোস্টের পর থেকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।
সংঘর্ষের শুরু মঙ্গলবার রাতে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। ফেসবুকে তিনি বিতর্কিত এবং কুরুচিকর একটি পোস্ট করেন এবং সেই নিয়েই জনতা উত্তপ্ত হয়ে ওঠে।সেই পোস্টের পর থেকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।
২৪টি গাড়িতে এবং ২০০টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিধায়ক এর বাড়ির সামনেই ভাঙচুর চালায় জনগণ। যখন বিধায়কের বাড়ির সামনে ভাঙচুর চলে তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশ লাঠি চার্জ চালান এমনকি কাঁদানে গ্যাসও ব্যবহার করেন। এসবের মধ্যেই মৃত ৩বিক্ষোভকারী, আহত ৬০জন পুলিশ এবং সাংবাদিক। বুধবারের মধ্যে ১১০জনকে গ্রেফতার করা হয়েছে।
বিধায়ক শ্রীনিবাস মূর্তি হাতে আইন তুলে নেওয়ার থেকে বিরত থাকতে বলেছেন।যে দোষী সে আইনের হাত ধরে শাস্তি পাবে বলেই তার মতামত। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে বিধায়কের ভাগ্নেকেও। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেছেন, "ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না।"
বিধায়ক শ্রীনিবাস মূর্তি হাতে আইন তুলে নেওয়ার থেকে বিরত থাকতে বলেছেন।যে দোষী সে আইনের হাত ধরে শাস্তি পাবে বলেই তার মতামত। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ আরো জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে বিধায়কের ভাগ্নেকেও। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেছেন, "ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না।"