পতঞ্জলিকে করোনিল নামের ব্যবহার বন্ধ করার আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট

পতঞ্জলিকে করোনিল নামের ব্যবহার বন্ধ করার আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট

সার্বভৌম সমাচার : চেন্নাইয়ের সংস্থা অরুদ্র ইঞ্জিনিয়ার্সের দায়ের করা একটি আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। যোগগুরু রামদেব খুব ধুমধাম করে চালু করেছিলেন করোনভাইরাস নিরাময়ে রোগ প্রতিরোধ খমতা বৃদ্ধিকারী ওষুধ হিসাবে পতঞ্জলির ট্রেডমার্ক 'করোনিল'।

অন্যদিকে, পতঞ্জলিকে 'করোনিল' নাম ব্যবহার করা থেকে বিরত রাখতে মাদ্রাজ হাই কোর্টের আদেশকে চেন্নাইয়ের ওই সংস্থা অরুন্দ্র চ্যালেঞ্জ করেছিলেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, "এই কোভিড সময়ে আমরা যদি করোনিল শব্দের ব্যবহার প্রতিরোধ করি তবে পণ্যটির জন্য এটি ভয়াবহ হবে।"



আরও পড়ুন--

সানিটাইজার এবং রাসায়নিক তৈরিতে খ্যাত অরুদ্র নামের ওই সংস্থা দাবি করেছে, ১৯৯৩ সাল থেকে ‘করোনিল’ ট্রেডমার্কের নাম এই কোম্পানির মালিকানাধীন। উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অরুদ্রকে কিছুটা স্বস্তি দিলেও পরে ডিভিশন বেঞ্চের বিচারকের আদেশ তা স্থগিত হয়ে যায়।

সুপ্রিম কোর্ট অরুদ্র ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে রামদেবের পতঞ্জলির 'করোনিল' নামটি ব্যবহার থেকে বিরত রাখতে উচ্চ আদালতে মামলা করার জন্য বলেছে। অরুদ্র এখন মাদ্রাজ হাইকোর্টের সামনে এই মামলাটি করবেন, যেখানে এটি পরের মাসে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post