সার্বভৌম সমাচার, পুনে : ৩০ বছর বয়সী এই চিকিৎসক একটি কেয়ার সেন্টার থেকে গুরুতর অসুস্থ প্রবীণ করোনভাইরাস রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে গেলেন। এই ঘটনার পর এই চিকিৎসককে একজন সত্যিকারের "করোনার যোদ্ধা" বলে অভিহিত করছেন সেখানকার স্থানীয়রা।
জানা গিয়েছে ডাঃ রণজিৎ নিকম নামে ওই চিকিৎসক বলেন, “অ্যাম্বুলেন্সের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ওই রোগীকে স্থানান্তরিত করার জন্যও কেউ নেই। তাই রোগীর জরুরি চিকিৎসার ব্যবস্থা পাওয়ার জন্য ওই সিদ্ধান্ত নিয়েছিলাম”।
আরও পড়ুন--
নিকম চিকিৎসক কোবিড কেয়ার সেন্টার থেকে অক্সিজেনের ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে নিয়ে ৭১ বছর বয়সী রোগীকে অন্য একটি বড় হাসপাতালে নিয়ে যান। নিকাম বলেন "সিনিয়র ডাক্তারদের সাথে পরামর্শের পরে তাকে আরও বড় হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলাম"
এদিন নিক্ম বলেন, “কেয়ার সেন্টারের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স ভ্যান রয়েছে। তবে তার চালক মাত্র কয়েক ঘন্টা আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে স্যালাইন দেওয়া হয়েছিল। ওই অবস্থায় তাকেও ভ্যান চালাতে বলা ঠিক ছিল না। এরপর '108' জরুরী অ্যাম্বুলেন্স পরিষেবাতে কল করা হয়। কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি”।
নিকাম আরও বলেছেন, "আমরা অন্য চালকের সাথেও যোগাযোগ করেছিলাম। কিন্তু কোন ফল হয়নি”। ওই চিকিৎসক আরও বলেন, “যেহেতু রোগীর অবস্থা আরও খারাপ হচ্ছিল, তাই নিজেই অ্যাম্বুলেন্স চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম”।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar # Corona Virus #Corona #Bongaon News #Today News #Today Bongaon News