সার্বভৌম সমাচার : করোনভাইরাস আক্রান্তে ভারত আবারও বিশাল রেকর্ড গড়ল। গত একদিন আগেও দেশে সর্বচ্ছ আক্রান্তের সংখ্যা ছিল ৭৫,০০০ এর কিছু বেশি। কিন্তু গত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে কোভিড-১৯ এর কবলে পড়ায় এখন ভারতে একদিনে সর্বচ্ছ রেকর্ড দাঁড়িয়েছে ৭৭,২66 জন। ভারতে এখন মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩,৮৭,৫00 তে দাঁড়িয়েছে। একদিনে মৃতের সংখ্যা ১,০৫7 জন থেকে বেড়ে ১,৫২৯ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে ১,৮৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা এখন পর্যন্ত এই মাসে একদিনের হিসাবে শহরের সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। এই মুহূর্তে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১.৬৭ লক্ষেরও বেশি। আর এই রোগে মৃতের সংখ্যা ৪,৩৬৯।
দেশে সর্বাধিক সংখ্যক আক্রান্ত রাজ্য তেলঙ্গানা। যেখানে গত ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২,৯২২ জন এবং ১১ জনের মৃত্যু হয়েছে। তেলঙ্গানায় এখন মোট কেস এখন ১,১৭,৪১৫ এবং মৃতের সংখ্যা ৭৯৯ জন। এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত আছেন ২৮,৯৪২ জন।
এদিকে, ভারত এখন ১ সেপ্টেম্বর থেকে আনলক ৪-এর দিকে এগিয়ে যাচ্ছে। সরকার লকডাউন চালু হওয়ার পরে মার্চ মাস থেকে বন্ধ থাকা মেট্রো, ট্রেন পরিষেবা, রেস্তোঁরা ও বার চালু করার সম্ভাবনা প্রকাশ করেছে। ইতিমধ্যে ভারত সরকার জানিয়েছে, করোন ভাইরাস মহামারী চলাকালীন ১২ লক্ষাধিক ভারতীয় বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
আরও দেখুন--
Tags- #Corona virus #Bongaon News #Corona News #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar
বৃহস্পতিবার দিল্লিতে ১,৮৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা এখন পর্যন্ত এই মাসে একদিনের হিসাবে শহরের সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। এই মুহূর্তে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১.৬৭ লক্ষেরও বেশি। আর এই রোগে মৃতের সংখ্যা ৪,৩৬৯।
আরও পড়ুন--
দেশে সর্বাধিক সংখ্যক আক্রান্ত রাজ্য তেলঙ্গানা। যেখানে গত ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২,৯২২ জন এবং ১১ জনের মৃত্যু হয়েছে। তেলঙ্গানায় এখন মোট কেস এখন ১,১৭,৪১৫ এবং মৃতের সংখ্যা ৭৯৯ জন। এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত আছেন ২৮,৯৪২ জন।
এদিকে, ভারত এখন ১ সেপ্টেম্বর থেকে আনলক ৪-এর দিকে এগিয়ে যাচ্ছে। সরকার লকডাউন চালু হওয়ার পরে মার্চ মাস থেকে বন্ধ থাকা মেট্রো, ট্রেন পরিষেবা, রেস্তোঁরা ও বার চালু করার সম্ভাবনা প্রকাশ করেছে। ইতিমধ্যে ভারত সরকার জানিয়েছে, করোন ভাইরাস মহামারী চলাকালীন ১২ লক্ষাধিক ভারতীয় বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
আরও দেখুন--
Tags- #Corona virus #Bongaon News #Corona News #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar