মেট্রোয় এখন নতুন ফর্মুলা। কলকাতা মেট্রোয় চড়তে গেলে দরকার স্মার্টফোন


মেট্রোয় এখন নতুন ফর্মুলা। কলকাতা মেট্রোয় চড়তে গেলে দরকার স্মার্টফোন

সার্বভৌম সমাচার : এখন মেট্রোয় উঠতে গেলে মাস্ট স্মার্ট ফোন। কারণ, এখন মেট্রোয় চড়তে গেলে লাগবে বোর্ডিং পাস। মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। সফরের চার-ছ ঘণ্টা আগে টাইম স্লট বুক করে তবেই মেট্রোয় ওঠা যাবে।

মুম্বইয়ের মডেল এখন কলকাতা মেট্রোয়৷ কলকাতা মেট্রোয় শুরু হচ্ছে বিমানের ধাঁচে বোর্ডিং পাস প্রক্রিয়া৷ কলকাতা মেট্রোয় চড়তে লাগবে বোর্ডিং পাস। অর্থাৎ, এখন স্মার্টফোন ছাড়া মেট্রো চড়া অসম্ভব৷ কারণ আপনার স্মার্টফোনেই আসবে ই-পাস। ই-ওয়ালেটের মতো স্মার্টকার্ড ব্যবহার করতে হবে।

এখন মেট্রোয় চড়তে হলে আপনাকে প্রথমেই অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করতে হবে। তারপর কলকাতা মেট্রোর অ্যাপ ডাউনলোড করতে হবে আপনার মোবাইল ফোনে। আপনি চাইলে পথদিশা অ্যাপও ডাউনলোড করতে পারেন। মেট্রোতে চলার সময় অনুযায়ী বুক করতে হবে স্লট। QR CODE নম্বর চলে আসবে স্লট বুক হলে এবং এটাই ই-পাস৷ এই QR CODE নম্বর স্ক্যান করতে হবে মেট্রো ষ্টেশনে ঢোকার আগে।



আরও পড়ুন--


মেট্রো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ই-পাস ইস্যু করা হবে প্রতি ঘণ্টায় ৪ হাজার। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন। ই-পাস বুক করা যাবে ৪—৬ ঘণ্টা আগে থেকে। উপর মহল থেকে পরিকল্পনা করা হয়েছে দিনে সর্বোচ্চ ১০০ থেকে ১২০টি ট্রেন চালানোর সম্ভবনা রয়েছে এবং এখন ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো। এখন সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে মানুষ যাতে ওঠা নামা করতে পারে সেই কারনে ষ্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে।

সঠিক নিয়ম মেনে এয়ার কন্ডিশন পালন করতে হবে। বাইরের বাতাস যাতে মেট্রোর প্রতিটা কামরাই প্রবেশ করতে পারে সে দিকে যথেষ্ট নজর রাকতে হবে। কর্মী ও যাত্রীদের মধ্যে যাত্রা নিয়ে যথেষ্ট তথ্য যাতে পৌঁছে যায়, সেই কারণে পোস্টার, ব্যানার, হোর্ডিং ব্যবহার করতে হবে। কর্তৃপক্ষকে সরাসরি যোগাযোগ রাখতে হবে, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হয় প্রতিটা ষ্টেশনে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post