যুবতী গলাকাটা দেহ উদ্ধার

যুবতী গলাকাটা দেহ উদ্ধার

সার্বভৌম সমাচার : মাঝরাতে নদীর ধারে নিয়ে গিয়ে এক মহিলাকে গলার নলি কেটে খুন করে ফেলে গেল আততায়ীরা! এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্ধমানের জামনা এলাকার ওই মহিলাকে গলার নলি কাটা অবস্থায় শুক্রবার সকালে দেখতে পান গ্রামবাসীরা। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে বর্ধমান থানার পুলিশ।

তদন্তকারী পুলিশ বলছেন, আঠাশ তিরিশবছর বয়সী ওই মহিলাকে জামনা গ্রামের কেউই চেনেন না। এখন ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিচয় পাওয়া গেলে খুনের কারণ জানতে পারা বা ঘটনা জড়িতদের হদিশ পাওয়া অনেকটাই সহজ হবে বলেও মনে করছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন--



স্থানীয় বাসিন্দাদের কথায়, মহিলার গলায় গভীর ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই খুন হয়েছে গভীর রাতে। স্থানীয় বাসিন্দাদের দাবী, রাত বারোটা পর্যন্ত এখানে লোক চলাচল করে। গত রাতে কেউ ওই মহিলাকে বা সন্দেহজনক কাউকে দেখেননি।

বর্ধমান থানার আইসি পিন্টু সাহার পাশাপাশি ঘটনাস্থলে যান ডিএসপি হেডকোয়ার্টার শৌভিক পাত্র, এসডিপিও (সাউথ) আমিরুল ইসলাম খান, সিআই সঞ্জয় কুণ্ডু ও রায়না থানার ওসি পুলক মণ্ডল।

এসপি হেডকোয়ার্টার শৌভিক পাত্র বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নাম বা পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ওই মহিলার পরিচয় জানার জন্য খোঁজ খবর শুরু করেছে।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post