টাকার বান্ডিল, সোনার অলঙ্কার খুঁজতে পুকুরে জাল ফেলল পুলিশ

টাকার বান্ডিল, সোনার অলঙ্কার খুঁজতে পুকুরে জাল ফেলল পুলিশ

সার্বভৌম সমাচার : পূর্ব বর্ধমানের মেমারির কুচুট পঞ্চায়েতের বড়মশাগড়িয়া গ্রামের একটি পুকুরে নোট ভেসে বেড়ানোর খবর প্রকাশ্যে এসেছিল। এরপর এলাকাবাসীর ভিড় জমতে থাকে ওই পুকুরের আশেপাশে। শনিবারও অনেকে ওই পুকুর দেখতে যান। তবে বর্তমানে আর কাউকে জলাশয়ে আর কাউকেই নামতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। জেলা পুলিশের এক কর্তা জানান, “নোটের খোঁজে অনেকেই জলে নেমে পড়ছেন। তা থেকে বিপদ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সে জন্য কাউকে ওই পুকুরে নামতে দেওয়া হচ্ছে না”।

শোনা যায়, বুধবার থেকে ওই জলাশয়ে নোট ভাসছিল। প্রথম প্রথম দু-একটি নোট মিলেওছিল। এরপর ফের বৃহস্পতিবারও আরও কয়েকটি নোট পাওয়া যায়। কিন্তু শুক্রবার দুপুরের পার হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক নোট জলে ভাসতে শুরু করে। তাও আবার পাঁচশো টাকার নোট থেকে শুরু করে দু হাজার টাকার নোট। শুধু তাইই নয় একশো, পঞ্চাশ বা দশ টাকার নোট সবই ছিল। আর সেই টাকা পেতেই জলে নামার হিড়িক পড়ে যায় বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন--



স্থানীয়দের দাবি, অনেকে ডুব দিয়ে তলা পর্যন্ত খুঁজে দেখেছেন। কেউ কেউ সোনার অলঙ্কার, আবার কেউ কেউ নোটের বান্ডিল পেয়েছেন। মেমারি থানার পুলিশ সূত্রে খবর, পুকুরের থেকে তোলা নোট যথাসম্ভব উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলি জলাশয়ে কীভাবে গেল? তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ-প্রশাসন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জলের তলায় নোটের বান্ডিল ও সোনা দানার খবর শুনে প্রথম অবস্থায় বিশ্বাস না করলেও পড়ে পুকুরে জাল ফেলার সিদ্ধান্ত নেয়! পুকুরে নামানো হয় পেশাদার জেলেদের। কিন্তু জালে দু একটা মাছ ধরা পড়লেও টাকা বা সোনা দানার কোন সন্ধান মেলেনি। এমনকি জালে সিন্দুক বা গুপ্তধন কিছুই মেলেনি।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post