নভেম্বরেই করোনা টিকা, ঘোষণা ট্রাম্প প্রশাসনের

নভেম্বরেই করোনা টিকা, ঘোষণা ট্রাম্প প্রশাসনের
অম্লিতা দাস : নির্বাচনের পূর্বেই আমেরিকায় আসছে করোনা ভ্যাকসিন জানালেন মার্কিন প্রশাসন।মাত্র দু মাস।আর তার পরেই আমেরিকার সমস্ত রাজ্যে দেওয়া হবে করোনার টিকা।১লা নভেম্বরের থেকে টিকা দেওয়া শুরু আর এই নিয়েই ট্রাম্প প্রশাসনের চুক্তি হয়েছে ডালাসের ম্যাককেসন কর্পোরেশনের সাথে।

'ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর প্রধান স্টিফেন হান জানান,তৃতীয় পর্যায়ের ট্রেলারের আগেই এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হতে পারে।বুধবার এক ভার্চুয়াল কনফারেন্সে ট্রাম্পজানিয়েছিলেন, নভেম্বরের শুরুতেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে,তবে রাজ্যে রাজ্যে কিভাবে বন্টন করা হবে তার সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যের।সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিরেক্টর চিঠি পাঠিয়ে জানান,ভ্যাকসিনের অনুমোদন পেতে সাধারণত যে সময়টুকু লাগে, তা এই জরুরি পরিস্থিতিতে জনস্বাস্থ্য প্রকল্পের সাফল্যের পথে বাধা হয়ে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছেন যে সম্পূর্ণ ট্রায়াল ছাড়া ভ্যাকসিন বিতরণ হলে তা গোটা দেশের পক্ষেই বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এসবের পরেও রাশিয়া ও আমেরিকা ট্রায়াল ছাড়াই এগোচ্ছে সে পথে।সূত্রের খবর,করোনার টিকা তৈরির শেষ ধাপে পৌঁছে গিয়েছে মার্কিন সংস্থা মোডার্না আইএনসি এবং ফাইজার আইএনসি। মোডার্না আইএনসির এখন তৃতীয় পর্যায় ট্রায়াল হওয়া বাকি।অন্যদিকে ফাইজার আইএনসির ট্রায়াল চলছে।দুটো টিকার ট্রায়াল নভেম্বরের মধ্যে শেষ হবে কিনা তা নিয়ে আশঙ্কা থাকছেই।

Post a Comment

Previous Post Next Post