করোনা নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী— বাবুল সুপ্রিয়; সমালোচনায় দিলীপ ঘোষ


করোনা নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী— বাবুল সুপ্রিয়; সমালোচনায় দিলীপ ঘোষ
সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা নিয়ে তথ্য গোপন করছেন মুখ্যমন্ত্রী; এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে দিলীপ ঘোষ বলেছেন, 'ডেঙ্গি ছিল অজানা জ্বর, আর কোভিড ১৯ এখন নিউমোনিয়া ও কিডনির সমস্যা'।

দুজনেরই অভিযোগের তীর মমতার দিকে। বাবুলের অভিযোগ, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী। 'তুঘলকি' আচরণ করছেন।

অন্যদিকে দিলীপ বলেন, 'করোনায় এতদিন মমতা যা করেছেন, সবটাই রাজনীতি, মোটেই সেবা নয়'।


করোনা নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী— বাবুল সুপ্রিয়; সমালোচনায় দিলীপ ঘোষ

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাবুল। টুইটারে বাবুল লিখেছেন, কোভিড-১৯-এর তথ্য চেপে রাখা হচ্ছে। সত্যিকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। তথ্য গোপন করে গোটা রাজ্যকে ঘোর বিপদে মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন সিপিএমের রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। টুইটারে সূর্যকান্ত লিখেছেন, 'করোনা ভাইরাস জনিত মৃত্যু হয় নিউমোনিয়া, কিডনি ফেলের জন্য। এটা উল্টে দিলে বিপদ! মৃত্যুর কারণ চিকিত্‍সক লেখেন। মুখ্যমন্ত্রী নয়। সেটা বেআইনি হস্তক্ষেপ। রোগ চেপে রাখলে আরও বাড়ে। বাংলায় করোনায় মৃতের সংখ্যা একধাক্কায় অর্ধেক'।

Post a Comment

Previous Post Next Post