সমাপ্ত হল ছবিওয়ালা এর প্রথম অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

সমাপ্ত হল ছবিওয়ালা এর প্রথম অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

সায়ন ঘোষ : কোভিড-১৯ কে হার মানিয়ে সমাপ্ত হল 'ছবিওয়ালা' এর প্রথম অনলাইন আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। ছিল আধুনিকতার ছোঁয়া। প্রদর্শনীর শুভারম্ভ হয় ১৬ ই আগস্ট। সোশ্যাল মিডিয়ায় স্লাইড শো এর মাধ্যমে হয় এবারের প্রদর্শনী। রবিবার সমাপ্ত হয় ছবিওয়ালার প্রদর্শনী। সমগ্ৰ দেশ থেকে প্রায় ৬৪ জন অংশ গ্রহণ করে এই প্রদর্শনীতে। প্রদর্শিত হয় প্রায় 238 টি আলোকচিত্র।

সমাপ্ত হল ছবিওয়ালা এর প্রথম অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

স্ট্রিট ও ডেলিলাইফ, মনোক্রোম, ওয়েডিং, ইন্ডোর ক্রিয়েটিভ, ট্রাভেল এবং ল্যান্ডস্কেপ, পোট্রেট, সহ নেচার ও ওয়াল্ড লাইফের ওপর চলে এই প্রদর্শনী। প্রদর্শনী চলে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ আগস্ট ধরে। প্রত্যেকদিন সন্ধ্যায় আলোচনা হয় প্রদর্শিত ছবি গুলি সম্বন্ধে। বিশিষ্ট চিত্রগ্রাহক দেবদাস ভট্টাচার্য, তানভীর রেজা, রাজু সুলতানা, পঙ্কজ ডি ভেরকার, সনক রায়চৌধুরী, রণ চট্টোপাধ্যায়, অনিন্দ বাসু, সন্তোষ জানা প্রমুখ উক্ত প্রদর্শনীর বিচারকের ভূমিকা পালন করে।

সমাপ্ত হল ছবিওয়ালা এর প্রথম অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

'ছবিওয়ালা' গ্রুপের সদস্য পারিজাত রায়, দীপজয় রায়, মেঘা দেব, ঐত্রিল বসু, সায়ন গাঙ্গুলি জানান, ''করোনা পরিস্থিতিতে যখন লকডাউনের জন্য চিত্রগ্রাহকরা ছবি তোলা থেকে দূরে সরে যাচ্ছেন ঠিক সেই সময় আমরা মিলিত ভাবে এই অনলাইন আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনা করি। অবশেষে সবার পাশে থাকার জন্যেই আমাদের প্রদর্শনী ভালো ভাবে সম্পন্ন হয়েছে।''

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post