অম্লিতা দাস : খারাপ আবহাওয়া, দুর্গম রাস্তা,এর মধ্যেই স্ট্রেচারে করে আহত এক মহিলাকে নিয়ে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে ৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হাসপাতালে পৌঁছে দিলেন ইন্দো-টিবেটান বর্ডার ফোর্স বা আইটিবিপি-র জওয়ানরা।
শনিবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার এক পাহাড়ি এলাকায় পড়ে গিয়ে পা ভেঙে যায় এক মহিলার।সেদিন থেকেই যন্ত্রনায় কাতরাচ্ছিলেন তিনি।তাঁকে উদ্ধারের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা নিলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার নামতেই পারেনি সেই অঞ্চলে।খবর পৌঁছায় আইটিবিপির কাছে এগিয়ে আসেন আইটিবিপির ১৪ নম্বর ব্যাটালিয়নের ২৫ জওয়ান।
নদী-নালা, ধস নামা পাহাড়ি এলাকা, ঢালু পিচ্ছিল পথ সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা ১৫ ঘন্টায় সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যান।মহিলাটির অবস্থা এখন কিছুটা ভালো আছে বলে জানা যাচ্ছে।ভিডিওটি ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।
আইটিবিপির কাছে এই ঘটনা নতুন নয় আগেও ২০১৮ সালে ছত্তিশগড়ে একইভাবে এক গর্ভবতী মহিলাকে স্ট্রেচারে চাপিয়ে ৫ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছে দেন ৪১ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা। বর্ষার জন্য রাস্তা এমন ছিল যে সেখানে অ্যাম্বুল্যান্স যেতে পারেনি।
আরও দেখুন--