বিরোধী দলের বিক্ষোভের মধ্যে আলোচনা ছাড়াই গরু-জবাই প্রতিরোধসহ বেশ কয়েকটি পাস করল বিল

বিরোধী দলের বিক্ষোভের মধ্যে আলোচনা ছাড়াই গরু-জবাই প্রতিরোধসহ বেশ কয়েকটি পাস করল বিল

সার্বভৌম সমাচার : বিরোধী দলের বিক্ষোভ ও স্লোগান দেওয়ার মধ্যদিয়েই শনিবার উত্তরপ্রদেশ বিধানসভায় পাবলিক ও প্রাইভেট প্রপার্টি বিল ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে।

বিধানসভার দুই জন প্রাক্তন সদস্য বিবেক সিং এবং কুনওয়ার বাহাদুর মিশ্রাকে শ্রদ্ধা জানানোর পরপরই বিরোধী সদস্যরা হাউস ওয়েল-এ জড়ো হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কোভিড -১৯ মহামারী এবং বন্যার মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। তবে এরপরেও হাউস অনাকাঙ্ক্ষিত থেকে যায় এবং এজেন্ডা গ্রহণ শুরু করে।



আরও পড়ুন--

সরকার পক্ষে বিলগুলি জমা করার কয়েক মিনিটের মধ্যেই সহজেই সেগুলি অনুমতি পেয়ে যায়। বিধানসভায় এদিন পাস হয়েছে, উত্তর প্রদেশের জনস্বাস্থ্য ও মহামারী রোগ নিয়ন্ত্রণ বিল ২০২০ এবং গরু-জবাই প্রতিরোধ (সংশোধন) বিল ২০২০ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কটূক্তি করে বলেন, বিরোধী দল অজানা সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যারা ‘ভূমির ভাষা বলেন না’, রামের নামে মুখ নিয়ে অযোধ্যা বিকাশের বিষয়ে কথা বলেন। তাঁর মতে, ইউপি-র কুম্ভের মতো বিশ্বকেও অযোধ্যায় পরিণত করা দরকার।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভার বর্ষা অধিবেশন আগামী সোমবার অবধি চলবে। তার মধ্যে দেওরিয়ার এক বিধায়কের মৃত্যুতে শোক জানাতে তিন দিনের অধিবেশন স্থগিত করা হয়েছে।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post